Thursday, October 20, 2016

তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না

তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর পাব না, আর পাব না - তোমায় হৃদ মাঝারে রাখিব , ছেড়ে দেব না ! তোমায় হৃদ মাঝারে রাখিব , ছেড়ে দেব না ! ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না - ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর পাব না না না আর পাব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ভুবণ মোহন গোরা , কোন মণিজনার মনহরা ভুবন মোহন গোরা , কোন মণিজনার মনহরা মণিজনার মনহরা ওরে - রাঁধার প্রেমে মাতোয়ারা চাঁদ গৌর আমার - রাঁধার প্রেমে মাতোয়ারা ধুলায় যায় ভাই গড়াগড়ি ! যেতে চাইলে যেতে দেব না না না না যেতে চাইলে যেতে দেব না না না যেতে দেব না ! তোমায় হৃদয় মাঝে তোমায় হৃদয় মাঝে রাখিব , ছেড়ে দেব না ! তোমায় হৃদ মাঝারে রাখিব , ছেড়ে দেব না ! যাব ব্রজের কুলে কুলে - যাব ব্রজের কুলে কুলে - আমরা মাখব পায়ে রাঙ্গা ধুলি মাখব পায়ে রাঙ্গা ধুলি ওরে পাগল মন - যাব ব্রজের কুলে কুলে - মাখব পায়ে রাঙ্গা ধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখিব তারে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখিব তারে চলে গেলে চলে গেলে যেতে দেব না না না যেতে দেব না ! তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না ! তোমায় বক্ষ মাঝে রাখিব , ছেড়ে দেব না ! যে ডাকে চাঁদ গৌর বলে ওগো ভয়কি গো তার ব্রজের কুলে যে ডাকে চাঁদ গৌর বলে ভয়কি গো তার ব্রজের কুলে ভয়কি তার ব্রজের কুলে ওরে - দ্বিজ ভূষণ চাঁদে বলে ওরে - দ্বিজ ভূষণ চাঁদে বলে চরণ ছেড়ে দেব না না না ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে তোমায় বক্ষ মাঝে রাখিব , ছেড়ে দেব না ! তোমায় হৃদ মাঝারে রাখিব , ছেড়ে দেব না ! ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না না না আর পাব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে

Monday, October 3, 2016

ও যার আপন খবর আপনার হয় না

ও যার আপন খবর আপনার হয় না
একবার আপনারে চিনতে পারলে রে।
যাবে অচেনারে চেনা, যাবে অচেনারে চেনা।।

ও সাঁই নিকট থেকে দূরে দেখায়
যেমন কেঁশের আড়ে পাহাড় লুকায় দেখ না।

আমি ঘুরে এলাম সারা জগৎরে।
তবু মনের গোল তো যায় না।।

ও সে অমৃত সাগরের সূধা।
সূধা খাইলে জিবের (জিহ্বা) ক্ষুধা তৃষ্ণা রয় না।

ফকির লালন মরল জল পিপাষায়রে।
আছে থাকতে নদী মেঘনা।।

খাঁচার ভিতর অচিন পাখি

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।

আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন খানে পালায়।

মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।

বাড়ির কাছে আরশী নগর

বাড়ির কাছে আরশী নগর
(একঘর) সেথা পড়শী বসত করে-
আমি একদিনও না দেখিলাম তারে।।
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে,
বাঞ্ছা করি দেখব তারে
(আমি) কেমনে সেথা যাই রে।।
কি বলব পড়শীর কথা,
হস্ত পদ স্কন্ধ মাথা নাই-রে
ক্ষণেক থাকে শূণ্যের উপর
(ওসে) ক্ষণেক ভাসে নীরে।।
পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো দূরে।
সে আর লালন একখানে রয়-
(তবু) লক্ষ যোজন ফাঁক রে।।

আমি অপার হয়ে বসে আছি

আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়,
পারে লয়ে যাও আমায়।।
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে-
(আমি) তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়।।
নাই আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন-
নাম শুনেছি পতিত-পাবন
তাইতে দিই দোহাই।।
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি-
লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়।।

মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
ও তা হয় না কপাল-গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
যখন ও-রূপ স্মরণ হয়,
থাকে না লোক-লজ্জার ভয়-
লালন ফকির ভেবে বলে সদাই
(ঐ) প্রেম যে করে সে জানে।।

Tuesday, May 10, 2016

মধু হই হই বিষ হাওয়াইলা

মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা আশাই আঁচিল তোয়ারে লয় বাইন্দুম একখান সুখেরি ঘড় আশাই আঁচিল তোয়ারে লয় বাইন্দুম একখান সুখেরি ঘড় সুখের বদলে দুক্কু দিলা সুখের বদলে দুক্কু দিলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা প্রেম নদি......তে অইনুর টানত আরে কেন ফেলাই গেলা প্রেম নদি.........তে অইনুর টানত আরে কেন ফেলাই গেলা এনগরি কেন ভুল বোঝিলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা

Wednesday, May 4, 2016

প্রেমের মরা জলে ডুবে না



প্রেমের মরা জলে ডুবে না
তুমি সুজন দেইখা কইরো পিরিত,
মইরলে যেন ভুলে না দরদী।।
প্রেম কইরাছে আইয়ূব নবী
যার প্রেমে রহিমা বিবি গো,
তারে আঠার সাল কিড়ায় খাইল
তবু রহিমা ছাড়ল না দরদী।।
প্রেমের মরা জলে ডুবে না
ও প্রেম করতে দুইদিন ভাঙ্গতে একদিন
অমন প্রেম আর কইরো না দরদী।।
প্রেম কইরাছে ইউসুফ নবী
তার প্রেমে জুলেখা বিবি গো
ও সে প্রেমের দায়ে জেল খাটিল
তবু সে প্রেম ছাড়লো না দরদী।।
প্রেম কইরাছে মুসা নবী
তার প্রেমে দুনিয়ার ছবি গো
হায়রে পাহাড় জ্বলে চুরমার হইল
তবুও মুসা জ্বল্‌লো না দরদী।।

Sunday, May 1, 2016

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর শূন্যের উপর ফটকা করে।। সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি, কিসে ঘর রবে খাঁটি ঝড়ি-তুফান এলে পরে।। মূলাধার কুঠরি নয় টা তার উপরে চিলে-কোঠা তাহে এক পাগলা বেটা বসে একা একেশ্বরে।। উপর নীচে সারি সারি সাড়ে নয় দরজা তারি লালন কয় যেতে পারি কোন্‌ দরজা খুলে ঘরে।।

দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা



দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা।। দেহের মাঝে বাড়ি আছে সেই বাড়ীতে চোর লেগেছে ছয় জনাতে সিঁদ কাটিছে, চুরি করে একজনা।। এই দেহের মাঝে নদী আছে সেই নদীতে নৌকা চলছে ছয় জনাতে গুণ টানিছে, হাল ধরেছে একজনা।। দেহের মধ্যে বাগান আছে নানা জাতির ফুল ফুটেছে ফুলের সৌরভে জগত্‌ মেতেছে কেবল লালনের প্রাণ মাতাল না।।

তিন পাগলে হলো মেলা








তিন পাগলে হলো মেলা নদে এসে তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।। একটা পাগলামি করে জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে ।। একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে ।। পাগলের নামটি এমন বলিতে অধীন লালন হয় তরাসে চৈতে নিতে অদ্বৈ পাগল নাম ধরে সে ।। তোরা কেউ যাসনে ও পাগলের কাছে….. !!