Thursday, December 14, 2017

ব্যথা দিয়ো না খুব কষ্ট হয় কিছু নষ্ট হয় অস্পষ্ট হয়

ব্যথা দিয়ো না খুব কষ্ট হয় কিছু নষ্ট হয় অস্পষ্ট হয় ব্যথা দিয়ো না খুব কষ্ট হয় কিছু নষ্ট হয় অস্পষ্ট হয় সুরে সুরে গেলে আরো দূরে একটা গান হয়তো হতে পারে কি যন্ত্রণাময়... যন্ত্রণা দিয়ো না খুব কষ্ট হয় কিছু নষ্ট হয় অস্পষ্ট হয় হা হা হা হা হা হা হা হা... সারারাত জেগে জেগে আয়না কোনো কথা বলেনা এতবড় শহর কেনো একটুও রাতে ঘুমাতে দেয় না ঘরেতে প্রজাপতি উড়ি উড়ি সুখ মেলে না তোমাকে বোঝার আগে ভুল বুঝে নিলে কথা হলোনা। সারারাত জেগে জেগে আয়না কোনো কথা বলেনা এতবড় শহর কেনো একটুও রাতে ঘুমাতে দেয়না ঘরেতে প্রজাপতি উড়ি উড়ি সুখ মেলে না তোমাকে বোঝার আগে ভুল বুঝে নিলে কথা হলোনা থামিয়ে দিয়োনা যদি চলতে চায় কিছু বলতে চায় একটা গল্প হয় থামিয়ে দিয়োনা যদি চলতে চায় কিছু বলতে চায় একটা গল্প হয় সুরে সুরে গেলে আরো দূরে একটা গান হয়তো হতে পারে কি যন্ত্রণাময়...। সংগ্রহে রাখা থাকা গানের কথা মনে পড়েনা সন্ধ্যা নদীর পথে বহুদিন হলো হাটতে যাইনা শব্দ লেখা শেখা দেখার খাতা হারিয়ে গেলে তুমিও ভাবছো কেনো এখনি যাবে পথটা ফেলে সংগ্রহে রাখা থাকা গানের কথা মনে পড়েনা সন্ধ্যা নদীর পথে বহুদিন হলো হাটতে যাইনা শব্দ লেখা শেখা দেখার খাতা হারিয়ে গেলে তুমিও ভাবছো কেনো এখনি যাবে পথটা ফেলে হারিয়ে থেকোনা যদি ধরতে চায় কিছু করতে চায় একটা দৃশ্য হয় হারিয়ে থেকোনা যদি ধরতে চায় কিছু করতে চায় একটা দৃশ্য হয় সুরে সুরে গেলে আরো দূরে একটা গান হয়তো হতে পারে কি যন্ত্রণাময়...। যন্ত্রণা দিয়োনা খুব কষ্ট হয় কিছু নষ্ট হয় অস্পষ্ট হয় ব্যথা দিয়োনা খুব কষ্ট হয় কিছু নষ্ট হয় অস্পষ্ট হয় হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা

Wednesday, December 13, 2017

সংসার আর সংসারে

হলো যা হবার,বাকি কিছু নাই আমার সকাল মরলেই বাচি, সংসার আর সংসারে,মাইনা ছাড়া চাকুরে, এইসব করে কত চলে গেছে... সংসার আর সংসারে ।। আমি পর কে আনিলাম ঘরে, হইয়া সরল, রুপের মগ্ন হইয়া তারে, সপিলাম সকল... এখন সে অভাগী,করে রাগারাগি, ভুতে ধরা রোগী আমি সেজেছি ।। আমি ভেবেছিলাম ভাইয়ের ই বল, বড়ই বাহুবল, আপদে বিপদে আমার সহায় ও সম্বল... ভাইয়ে বলছে দাদা, ভাগ কইরা দেন আধা, হায়রে জনম গাধা আমি সেজেছি ।। আমি ভেবেছিলাম পুত্রের মত আপন কেহ নাই, কত কষ্ট কইরা তারে, খাওয়াই আর পড়াই... পুত্রে বলছে বুড়া, যত নষ্টের গোড়া, হায়রে জনম বুড়া আমি সেজেছি ।। আমার ভাই বন্ধু আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, সকলের কাছে যেন আমি একটু বেশী, ভেবে বিজয় দাসে, কেউ না ভালবাসে, পরকালের আশায় এখন বসেছি সংসার আর সংসারে,মাইনা ছাড়া চাকুরে, এইসব করে কত চলে গেছে... সংসার আর সংসারে ।।