Tuesday, May 10, 2016

মধু হই হই বিষ হাওয়াইলা

মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা আশাই আঁচিল তোয়ারে লয় বাইন্দুম একখান সুখেরি ঘড় আশাই আঁচিল তোয়ারে লয় বাইন্দুম একখান সুখেরি ঘড় সুখের বদলে দুক্কু দিলা সুখের বদলে দুক্কু দিলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা প্রেম নদি......তে অইনুর টানত আরে কেন ফেলাই গেলা প্রেম নদি.........তে অইনুর টানত আরে কেন ফেলাই গেলা এনগরি কেন ভুল বোঝিলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা

Wednesday, May 4, 2016

প্রেমের মরা জলে ডুবে না



প্রেমের মরা জলে ডুবে না
তুমি সুজন দেইখা কইরো পিরিত,
মইরলে যেন ভুলে না দরদী।।
প্রেম কইরাছে আইয়ূব নবী
যার প্রেমে রহিমা বিবি গো,
তারে আঠার সাল কিড়ায় খাইল
তবু রহিমা ছাড়ল না দরদী।।
প্রেমের মরা জলে ডুবে না
ও প্রেম করতে দুইদিন ভাঙ্গতে একদিন
অমন প্রেম আর কইরো না দরদী।।
প্রেম কইরাছে ইউসুফ নবী
তার প্রেমে জুলেখা বিবি গো
ও সে প্রেমের দায়ে জেল খাটিল
তবু সে প্রেম ছাড়লো না দরদী।।
প্রেম কইরাছে মুসা নবী
তার প্রেমে দুনিয়ার ছবি গো
হায়রে পাহাড় জ্বলে চুরমার হইল
তবুও মুসা জ্বল্‌লো না দরদী।।

Sunday, May 1, 2016

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর শূন্যের উপর ফটকা করে।। সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি, কিসে ঘর রবে খাঁটি ঝড়ি-তুফান এলে পরে।। মূলাধার কুঠরি নয় টা তার উপরে চিলে-কোঠা তাহে এক পাগলা বেটা বসে একা একেশ্বরে।। উপর নীচে সারি সারি সাড়ে নয় দরজা তারি লালন কয় যেতে পারি কোন্‌ দরজা খুলে ঘরে।।

দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা



দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা।। দেহের মাঝে বাড়ি আছে সেই বাড়ীতে চোর লেগেছে ছয় জনাতে সিঁদ কাটিছে, চুরি করে একজনা।। এই দেহের মাঝে নদী আছে সেই নদীতে নৌকা চলছে ছয় জনাতে গুণ টানিছে, হাল ধরেছে একজনা।। দেহের মধ্যে বাগান আছে নানা জাতির ফুল ফুটেছে ফুলের সৌরভে জগত্‌ মেতেছে কেবল লালনের প্রাণ মাতাল না।।

তিন পাগলে হলো মেলা








তিন পাগলে হলো মেলা নদে এসে তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।। একটা পাগলামি করে জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে ।। একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে ।। পাগলের নামটি এমন বলিতে অধীন লালন হয় তরাসে চৈতে নিতে অদ্বৈ পাগল নাম ধরে সে ।। তোরা কেউ যাসনে ও পাগলের কাছে….. !!